বৃহস্পতিবার, এপ্রিল ১৮

‘বারবার চেষ্টা করেও বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারেনি’

0

ঢাকা অফিস: পাকিস্তান ও পঁচাত্তর পরবর্তী সরকারগুলো বারবার চেষ্টা করেও মানুষের মন থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পঁচাত্তরের পর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল নিষিদ্ধ। রবিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চিত্রকর্ম ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের পট’ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের পট’ শিরোনামে ১৫০ ফুট দীর্ঘ পেইন্টিং এর পক্ষকালব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। আমাদের দেশে শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ সবধরনের চর্চায় আমাদের সরকার সবসময় সহযোগিতা করে আসছে। এটা অব্যাহত থাকবে। প্রাকৃতিক ভাবে আমাদের সবার মাঝে যে শৈল্পিক চেতনা থাকে সেটাও বিকশিত হওয়া দরকার। সরকারপ্রধান বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের ঐতিহাসিক অর্জনসমূহের ইতিহাসও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। কবি, সাহিত্যিক ও শিল্পী যারা যে যেভাবে আছেন তারা সেভাবেই কাজ করে যাবেন। জাতির পিতার কন্যা হিসেবে বলছি, এদেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চায় আমার সহযোগিতা সবসময়ই ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। সহযোগিতা আপনারা আমার কাছ থেকে সব সময়ই পাবেন। কারণ এটা অনেক বড় একটা সম্পদ। এটা যতই বিকশিত হবে, আমরা এসব ক্ষেত্রে লাভবান হব।

 

Share.