বিএনপির যেকোনো কূটকৌশল প্রতিরোধ করা হবে: ওবায়দুল কাদের

0

ঢাকা অফিস: বিএনপির যেকোনো কূটকৌশল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (১৪ মে) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কচুপাতার ওপর ভোরের শিশির বিন্দু নয়, বিএনপির যেকোনো কূটকৌশল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। তিনি বলেন, বিদেশি দূতাবাসগুলোতে নালিশ করার প্রবণতা বিএনপির। দেশকে ছোট করে বিদেশিদের ইচ্ছায় বাংলাদেশে নির্বাচন হবে এমন অবান্তর ধারণা নিয়ে আছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে বিএনপি আসবে কি না এটা তাদের ইচ্ছা। কিন্তু নির্বাচন করতে দেবে না, রুখে দেবে বলে সংকল্প ব্যক্ত করে, এমন হুমকিদাতাদের আমরাও দেখে নেব-কারা রুখে দেয়। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র আমরা রুখে দেব। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে চাই। সে কারণে দেশে শান্তির বার্তাবরণ বিরাজ করুক। তিনি বলেন, বিএনপি ও তার দোসররা রাজনৈতিক ঝড় তুলে শেখ হাসিনার সরকারের পতনের কথা বলছে। বাস্তবতা হচ্ছে তাদের কোনো আন্দোলন করা, ঝড় তোলার সামর্থ্য নেই বলেই আজকে গলাবাজি করে নিজের অক্ষমতাকে ঢাকতে চাচ্ছে।

Share.