বিচ্ছিন্নতাবাদীরা অস্থিতিশীলতার পাঁয়তারা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

ঢাকা অফিস: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো সবসময় আমাদের সীমান্ত এলাকায় একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রয়াস পাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কার্যকর ব্যবস্থা নিচ্ছে। রবিবার (১৬ অক্টোবর) রাজধানীর নাজিমুদ্দিন রোডের ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে দেওয়া হচ্ছে। যেকোনো বিচ্ছিন্নতাবাদী কিংবা যেকোনো জঙ্গি সংগঠন-যেগুলো বাংলাদেশের কোনো জায়গায় অবস্থান করছে, আমরা তাদের সরিয়ে দিচ্ছি।’ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে জঙ্গি সংগঠনগুলোর যোগসূত্রে বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আমরা ধারণা করছি যে, জঙ্গিরা ওখানে গিয়েছিল। এসব ঘটনায় আমরা কয়েকজনকে শনাক্ত করেছি। তাদের আইনের আওতায় আনা হবে।’

Share.