রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় নিহত-১১

0

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ১৫ জন। খবর বিবিসি। শনিবার ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধে যোগ দিতে ইচ্ছুক একটি দলের আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ চলার সময় দুই ব্যক্তি গুলি চালায়। রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা রিয়া এ তথ্য জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে এ ঘটনার সময় হামলাকারীদেরও গুলি করে হত্যা করা হয়। যারা স্বেচ্ছায় ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল ‘আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময়, সন্ত্রাসীরা ইউনিটের কর্মীদের উপর ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়,’ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতি উদ্ধৃত করে বলেছে রিয়া। রিয়ার প্রতিবেদনে বলা হয়, গুলিতে ১১ জন নিহত হয়েছে। ১৫ জনকে বিভিন্ন মারাত্মক ক্ষতসহ একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন লাখ রাশিয়াকে একত্রিত করার নির্দেশ দিয়েছেন যারা আগে বাধ্যতামূলক সামরিক পরিষেবা করেছিলেন। এই আদেশটি রাশিয়াজুড়ে বিক্ষোভের জন্ম দিয়েছে এবং দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকারী লোকদের ঢেউ সৃষ্টি হয়েছে। ঘোষণার পরপরই সাইবেরিয়ার একটি তালিকাভুক্তি অফিসে একজন সামরিক নিয়োগকারীকে গুলি করা হয়। গত সপ্তাহে পুতিন ঘোষণা করেছিলেন যে ইতিমধ্যে ২ লাখেরও বেশি লোককে সংঘবদ্ধ করা হয়েছে।

Share.