ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে

0

ডেস্ক রিপোর্ট: ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃতের সংখ্যা দেড় লাখের কাছাকাছি।করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাস আক্রান্ত দিক দিয়ে বিশ্বের তৃতীয় স্থানে ব্রাজিল তবে মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ লাখ ২ হাজার ৩৭৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩০৪ জনের।  বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৭৯৬ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৬০ হাজার ৪১৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৪ লাখ ৭ হাজার ২২০ জন।

Share.