ব্রাজিল দলে ৯ নতুন মুখ, নেইমারকে ছাড়াই স্কোয়াড ঘোষণা

0

স্পোর্টস রিপোর্ট: বিশ্বকাপের ব্যর্থ মিশনের পর এখনও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। চলতি মাসে বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামবে সেলেসাওরা। সেই লক্ষ্যে ২৩ সদস্যের দষ ঘোষণা করেছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ রমেন মেনেজেস। সদ্য ঘোষিত এই দলে নেইমার সহ নেই কাতার বিশ্বকাপের দলের মোট ১৫ জন ফুটবলার। আর অবাক করা বিষয় হলো ২৩ সদস্যের এই স্কোয়াড জায়গা পেয়েছে মোট নয় জন তুরণ ফুটবলার। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল থেকেই আছেন পাঁচ খেলোয়াড় – গোলরক্ষক মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ত রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিতোর রোকি। এছাড়াও আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনির মত তরুণরা রয়েছেন স্কোয়াডে।

গোলরক্ষক: এডারসন, মাইকেল ও ওয়েভারটন।

ডিফেন্ডার: আর্থার, এমারসন রয়্যাল, অ্যালেক্স টেলেস, রেনান লোদি, ইবানেজ, এডার মিলিতো, মারকুইনহোস ও রবার্ট রেনান।

মিডফিল্ডার: ক্যাসেমিরো, আন্দ্রে সান্তোস, আন্দ্রে, জোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা ও রাফায়েল ভেইগা।

ফরোয়ার্ড: অ্যান্টনি, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রনি ও ভিটর রোকে

Share.