ভারতের বিহারে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকচাপায় নারী-শিশুসহ ১২ জনের মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: ভারতের বিহারে একটি ধর্মীয় শোভাযাত্রায় নিয়ন্ত্রণহীন ট্রাক ঢুকে পড়ায় নারী ও শিশুসহ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বৈশালী জেলার মেহনার গ্রামে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দেশরি থানা এলাকায় ‘ভূমিয়া বাবা’ নামে স্থানীয় এক দেবতার পুজো দিচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। সেখানে অনেক পুণ্যার্থীর সমাগম হয়। নিয়ন্ত্রণহীন একটি ট্রাক শোভাযাত্রায় ঢুকে পড়লে হতাহতের ঘটনা ঘটে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Share.