ভারতে একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড

0

ডেস্ক রিপোর্ট: কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। করোনায় আক্রান্তদের প্রাণহানিতে দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।  গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৯ জনের মৃত্যু হয়েছে।  এক বছরেরও বেশি সময় ধরে মহামারিতে এটি দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর পরিসংখ্যান।সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে দেশটির দুই নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন।  যা রোববারের চেয়ে প্রায় ১২ হাজার বেশি।  টানা ৫ম দিনের মতো ভারতে দুই লাখের বেশি আক্রান্ত হলেন। এর মধ্য দিয়ে ভারতে করোনা সংক্রমণ দেড় কোটি ছাড়াল।  মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ১,৫০,৬১,৯১৯ জনে।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ১৬১৯ জনের মৃত্যু হয়েছে। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ১ লাখ ৭৮ হাজার ছাড়িয়ে গেছে।সংক্রমণ বৃদ্ধির জেরে দেশটিতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ২৮ হাজার ১৩ জন। এই মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৯ হাজার ৩২৯ জন। এত সংখ্যক সক্রিয় রোগী এর আগে হয়নি দেশে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী,  ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ১৪৪১৭৮ জন। দেড় কোটি ছাড়িয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের পরই বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত।আর এক লাখ ৭৮ হাজার ৭৮৯ মৃত্যু নিয়ে এ তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পর বিশ্বে চতুর্থ স্থানে আছে ভারত।স্থানীয় সময় সোমবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র, দিল্লি ও কর্নাটকে সর্বোচ্চ সংখ্যক রোগী বেড়েছে বলে এনডিটিভি জানিয়েছে। মহারাষ্ট্রে ৬৮ হাজার ৬৩১ জন, দিল্লিতে ২৫ হাজার ৪৬২ জন এবং কর্নাটকে ১৯ হাজার ৬৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বেঙ্গালুরুতেও দৈনিক রোগী বৃদ্ধির নতুন রেকর্ড হয়েছে, শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৯৩ জন।

Share.