ভারতে তেল-গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ

0

ডেস্ক রিপোর্ট: ভারতের গুজরাটের সুরতে তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশন (ওএনজিসি) প্ল্যান্টে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায়। খবর আনন্দবাজারের। জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ ইতোমধ্যেই শুরু করেছে দমকল বাহিনী। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন রয়েছে হাজারির ওই প্ল্যান্টে। এই ভয়াবহ আগুনের জেরে পার্শ্ববর্তী এলাকাগুলি কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। প্ল্যান্টের ভেতর বিস্ফোরণের জেরেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা। প্ল্যান্টের ১০ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের।  সুরতের কালেক্টর ধবল পটেল বলেছেন, ভোর ৩টার দিকে পর পর তিনটে বিস্ফোরণ ঘটে প্ল্যান্টের মধ্যে। তার পরই ছড়িয়ে পড়ে আগুন। এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দমকল বাহিনী রয়েছে। ওএনজিসি-র অফিসাররাও সেখানে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।

Share.