ভিপি নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ফখরুল

0

ঢাকা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। রোববার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। ফখরুল বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ সরকার নির্বিকার হয়ে আছে। আমরা এনআরসি বিষয়ে বারবার প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। অথচ এ বিষয়ে সরকার ও সরকারের মন্ত্রীরা উদাসীন বক্তব্য প্রদান করে চলছেন। বাংলাদেশ সময় দুপুরে ডাকসুতে নুরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নুরসহ অন্তত সাতজন আহত হয়েছেন। এর আগে আজ রোববার  বাংলাদেশ সময় দুপুর পৌনে একটার দিকে ‘ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়ে। এতে কয়েকজন রক্তাক্ত হয়েছেন। হামলায় আহতরা হলেন- সোহলে, ইমরান, হাসান মামুন, নাজমুল, মামুন, সোহেল, জাহিদ, বিপ্লব, আরিফ, সুমন ও আমিনুল। অন্যদের নাম জানান যায়নি।

Share.