ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ২৬৭ জন উদ্ধার

0

ডেস্ক রিপোর্ট: লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার আশায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে নৌকা ভেঙে যাওয়ার পর তারা উপকূলে আটকা পড়েন। সেখান খেকে ২৬৪ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড।জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম রবাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আই টোয়েন্টিফোর বৃহস্পতিবার রাতে জানিয়েছে, উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৩ জন মিশরের নাগরিক।অভিবাসী প্রত্যাশীদের লিবিয়া সীমান্তের বেন গর্দান বন্দরে পৌঁছাতে সাহায্য করেন তিউনিসিয়া প্রশাসন।কোস্টগার্ড জানিয়েছে, যাত্রীদের আইওএম এবং রেড ক্রিসেন্টের হাতে তুলে দেয়া হয়েছে।আইওএমের বিবৃতি থেকে জানা গেছে, তিউনিসিয়ান আইসল্যান্ড জেরবার একটি হোটেলে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে ।আইওএমের দেয়া তথ্য অনুযায়ী, লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার সময় গত জানুয়ারি থেকে এক হাজারের বেশি মানুষ তিউনিসিয়ায় আটকা পড়েন। এমন মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে।

Share.