মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন দিলীপ

0

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে চলে যাবার পরামর্শ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য আর কত নোংরা রাজনীতি করবেন। দিদি, আপনি সন্ত্রাসবাদীদের জন্য মিছিল করছেন। যাদের জন্য মিছিল করছেন তারা সবাই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। খবর ওয়ান ইন্ডিয়ার। দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। মিছিলে লোক আসছে না, সভায়ও লোক আসছে না। তিনি বুঝতে পেরেছেন যে, একা জিততে পারবেন না। তাই বাংলার বাইরে গিয়ে সঙ্গী খোঁজার চেষ্টা করছেন। ব্যর্থ চেষ্টা করছেন দিদি। আর কোনও আশা নেই। দিদিকে এবার বাংলাদেশেই চলে যেতে হবে। দিলীপ ঘোষ একই দিনে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দুটি সভা করেছেন। দুই সভা থেকেই তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, রাজ্যে যারা সরকারি সম্পত্তি ধ্বংস করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের সুরক্ষা দিচ্ছে। পুলিশ একটা লাঠিও চালাচ্ছে না। মিরাটে যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে, পুলিশ তাদের গুলি করে মারছে। মমতা তাদের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। দিলীপ বলেন, দিদি ক্ষমতা ধরে রাখার জন্য নোংরা রাজনীতি আর কতদিন? আপনার রাজনীতি বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। তাই রক্ষা নেই। হারতে আপনাকে হবেই। ২০২১ সালে বিজেপিই ক্ষমতায় আসবে। সোমবার এভাবেই বাংলা দখলের বার্তা দিলেন দিলীপ ঘোষ।

Share.