মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের আটজন বরখাস্ত

0

ঢাকা অফিস: নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিতাস গ্যাসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়াসহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- সেই মর্মে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।সাময়িক বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার ও প্রকৌশলী মানিক মিয়া এবং চার কর্মচারী হলেন মো. মনিবুর রহমান চৌধুরী, মো. আইয়ুব আলী, মো. হানিফ মিয়া ও মো. ইসমাইল প্রধান। আটজনের বরখাস্তের বিষয়ে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিকেলে  বলেন, ‘মসজিদটি বৈধ কিংবা অবৈধভাবে নির্মিত হয়েছে, সেটা দেখার জন্য অন্য সংস্থা ও দপ্তর রয়েছে। আমাদের দেখার বিষয় হলো, আমাদের গ্যাস লাইনের ওপরে এ স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। আমার গ্যাস লাইন তদারকি করা ও এর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমার কর্মকর্তা ও কর্মচারীদের। এরা এ দায়িত্ব পালনে অবহেলা করেছে। আমরা এ ঘটনার প্রাথমিক অনুসন্ধান ও তদন্ত করে তিতাসের চারজন কর্মকর্তা ও চারজন কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছি। এ কারণেই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।‘ পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।গত শুক্রবার এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে ওই মসজিদে। এতে এখন পর্যন্ত ২৭ মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৬ জনের মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে আরো ১০ জন। এই ১০ জনের মধ্যে ছয়জন আছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া পোস্ট অপারেটিভ ইউনিটে আছে তিনজন। মামুন (৩০) নামের একজন সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন এনটিভি অনলাইনকে জানান, চিকিৎসাধীন ১০ জনের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও তিতাস গ্যাস লিমিটেডের পক্ষ থেকে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Share.