যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় নিহত-৮

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্যায় ৮ জনের মৃত্যু হয়েছে। শত শত বাড়ি বন্যায় তলিয়ে গিয়েছে। লোকজন আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্থানে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ জুলাই) কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।  কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, বন্যা শত শত বাড়ি নিশ্চিহ্ন করে দিয়েছে। আমাদের কয়েকটি কাউন্টির অর্ধেক পানির নিচে রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে আটজন প্রাণ হারিয়েছেন। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে।’ কেন্টাকি, দক্ষিণ ওহাইও, পশ্চিম ভার্জিনিয়া এবং দক্ষিণ-পশ্চিম ভার্জিনিয়া জুড়ে প্রায় ৪০ লাখ মানুষ বন্যা সতর্কতার অধীনে রয়েছেন। অ্যান্ডি বেসিয়ার বলেন,  উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ২০ জনের বেশি লোককে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছে। অনেক পরিবারের যে ক্ষতি হয়েছে সেই পোষাতে কয়েক বছর লেগে যাবে। রাজ্যে ২৫ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন।

Share.