রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা ‘উন্মত্ত’ ও ‘হঠকারী’: পুতিন

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ‘উন্মত্ত’ ও ‘হঠকারী’ বলে সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসি জানায়, শুক্রবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক ইকোনোমিক ফোরামে এক ভাষণে পুতিন ইউক্রেন ইস্যুতে বক্তব্য প্রদান করেন। গত ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। তারপর মস্কোর উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো। সেসব নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। তবে এসব নিষেধাজ্ঞা মস্কোর উপর কোনও প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে বলে পুতিনের দাবি। পুতিন বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের জেরে ইইউ এর ৪০ কোটি মার্কিন ডলারের লোকসান হতে পারে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে ইইউ তার রাজনৈতিক কর্তৃত্বও খুইয়েছে। পুতিন আরও বলেন, ইইউ দেশগুলোতে মুদ্রাস্ফীতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নিষেধাজ্ঞার পরিণতিতে অসমতাও ক্রমাগত বৃদ্ধি পাবে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে ইউরোপের মানুষের বাস্তবিক স্বার্থের দিকটিকে একপাশে সরিয়ে রাখা হয়েছে।

 

Share.