লবণ কাণ্ডে ক্রেতা ও বিক্রেতাসহ ১২ জনকে ৪৪ হাজার টাকা অর্থদণ্ড

0

ঢাকা অফিস: চাঁপাইনবাবগঞ্জে গুজব ছড়িয়ে লবণ বেচাকেনার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ক্রেতা ও বিক্রেতাসহ ১২ জনকে ৪৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল থেকে রাত পর্যন্ত শহরের তহাবাজার, পাওয়ার হাউস মোড়, নিউমার্কেট ও শিবগঞ্জ এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় সদর থেকে ক্রেতা-বিক্রেতাসহ ১১জনকে এবং শিবগঞ্জ থেকে একজনকে আটক করা হয়। পরে বাংলাদেশ সময় রাতে তাদের ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড অনাদায়ে ৩ থেকে ৭দিন পর্যন্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অবশেষে অর্থদণ্ড পরিশোধ করে আটকরা মুক্ত হন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন জানান, দেশে লবণের কোনো সংকট নেই। এছাড়া জেলায় পর্যাপ্ত পরিমাণ লবণ রয়েছে। যারা গুজব ছড়াচ্ছে, তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, গুজবে কান না দেওয়ার জন্য প্রশাসন ও চেম্বারের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয়।

Share.