শ্লীলতাহানির প্রতিবাদ করায় যুবক নিহত, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন

0

বাংলাদেশ থেকে বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে শ্লীলতাহানির প্রতিবাদ করায় দুর্বৃত্তের ছুরির আঘাতে আব্দুল জব্বার শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রাজিব শেখ (২৬) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত রাজিবকে চিতলমারী হাসপাতাল থেকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার গোড়া নালুয়া গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত জব্বার শেখ বড়বাক গ্রামের আব্দুল হক শেখের ছেলে। আহত রাজিব গোড়া নালুয়া গ্রামের তৈয়ব শেখের ছেলে। এ ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা অভিযুক্ত দেলোয়ার মুন্সি ওরফে আকাশ এবং দিনু মুন্সির ঘর জ্বালিয়ে দিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতেই বাগেরহাটের পুলিশ সুপার আরিফুল হক (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাগেরহাট পুলিশ মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, চিতলমারী উপজেলার গোড়া নালুয়া এলাকার ডাবলু মুন্সির ছেলে দেলোয়ার মুন্সি ওরফে আকাশ ২/৩ দিন আগে প্রতিবেশী এক নারীর শ্লীলতাহানি করে। এ ঘটনায় ক্ষুব্ধ বড়বাক গ্রামের আব্দুল হকের ছেলে জব্বার শেখ ও গোড়া নালুয়া গ্রামের তৈয়ব শেখের ছেলে রাজিব শেখ শুক্রবার রাত ৮ টার দিকে ডাবলু মুন্সির বাড়ির সামনে তার দুই ছেলে আকাশ ও দিনুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে হাতাহাতি হয়। এর এক পর্যায়ে দেলোয়ার মুন্সি ওরফে আকাশ ধারালো ছুরি দিয়ে তাদের উপর্যুপরি গুরুত্বর আঘাত করে। তখন আক্রান্তদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে আকাশ ও দিনু পালিয়ে যায়। এরপর আহতদের উদ্ধার করে তারা দ্রুত নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর হওয়ায় রাজিব শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। খবর পেয়ে চিতলমারী থানার ওসি পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর বাগেরহাটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

Share.