সিলেটে তরুণীর শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদ করলে ভাইকে মারধর

0

ঢাকা অফিস: সিলেট নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করেছে এক যুবক। এ ঘটনায় বাধা দিতে গেলে তরুণীর ভাইকে মারধর করা হয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। গতকাল বুধবার রাতে এ বিক্ষোভের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, পশ্চিম কাজলশাহ সোনার বাংলা আবাসিক এলাকার আশুক খান বুধবার বিকেলে পাশের বাসার এক তরুণীকে উত্ত্যক্ত ও ধর্ষণের চেষ্টা চালায়। তরুণী তাঁর কবল থেকে নিজেকে রক্ষা করে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। এ খবর পেয়ে তরুণীর ভাই (৩৫) প্রতিবাদ করলে বখাটে আশুক খান ও তাঁর লোকজন তাঁকে মারধর করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়ে। তারা আশুক খানকে গ্রেপ্তারের দাবিতে গভীর রাত পর্যন্ত রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।এ ব্যাপারে হামলার শিকার যুবক জানান, আশুক খান তাঁর বোনকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। বুধবার বিকেলে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। এর আগে বোনকে উত্ত্যক্ত করার কারণে তিনি ৪ অক্টোবর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, রাতে কিছু বাসিন্দা সড়কে বিক্ষোভ করছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পরিস্থিতি শান্ত আছে। অভিযুক্ত আশুক খানকে গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

Share.