সুপ্রিম কোর্ট বার: বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী বাদল-কাজল

0

ঢাকা অফিস: ঢাকা বার কাউন্সিলে ভরাডুবির পর এবার আরেক নির্বাচনী চ্যালেঞ্জের সামনে বিএনপিপন্থি আইনজীবীরা। মধ্য মার্চে অনুষ্ঠিতব্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে তাই সতর্ক তারা। এরই মধ্যে বিএনপি সমর্থিত আইনজীবীদের প্যানেল ঘোষণা করা হয়েছে। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে সভাপতি ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে সাধারণ সম্পাদক প্রার্থী করা হয়েছে। মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে এ প্যানেল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নীল প্যানেলের অন্য প্রার্থীরা হলেন: সহ-সভাপতি পদে মোহাম্মদ মনিরুজ্জামান, আসরারুল হক, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন, সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ, মাহবুবুর রহমান খান, সদস্য পদে গোলাম আক্তার জাকির, মঞ্জুরুল আলম সুজন, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, ফাতিমা আক্তার, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, মোস্তফা কামাল বাচ্চু, আনোয়ারুল ইসলাম বাঁধন। গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সমিতির গঠনতন্ত্রের ১৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১৫ ও ১৬ মার্চ (মঙ্গলবার ও বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত শনিবার রাতে জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকিরকে সভাপতি ও অ্যাডভোকেট মো. আব্দুন নূর দুলালকে সম্পাদক প্রার্থী করে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ঘোষণা করা হয়।

 

Share.