সু চির রাজনৈতিক দল বি’লুপ্তির বিষয়ে যে বার্তা দিলো সামরিক সরকার

0

ডেস্ক রিপোর্ট: নির্বাচনে জালিয়াতীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি)-এর নিবন্ধন বিলুপ্তির বিষয়টি বিবেচনা করা হবে এবং দলটির নেতাদের দেশদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হবে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকারের নিযুক্ত রাষ্ট্রীয় নির্বাচন কমিশনের প্রধান।শুক্রবার (২১ মে) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।মিয়ানমার সেনা সরকার সমর্থিত ইউনিয়ন নির্বাচন কমিশনের (ইউইসি) চেয়ারম্যান থেইন সো জানিয়েছেন, গত নভেম্বরে এনএলডি পরিচালিত নির্বাচনে ভয়াবহ জালিয়াতি হয়েছে। তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছিল। তাই দলটির নিবন্ধন বিলুপ্ত করতে হবে।প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, নভেম্বরে নির্বাচনে জালিয়াতির জন্য দলটির নিবন্ধন বাতিল করা হতে পারে।চলতি বছরের ১ ফেব্রুয়ারি অবৈধভাবে সরকার গঠনের অভিযোগ তুলে মিয়ানমারের শীর্ষ সকল নেতাদের কারাবন্দী করে ক্ষমতা দখল করে নেয় সামরিক সরকার। এরপর দেশটিতে গণতন্ত্র রক্ষায় বিক্ষোভ-সমাবেশ চলতে থাকে। সামরিক বাহিনীর নির্যাতন-গুলিতে প্রায় চার মাসে ৮শ’রও বেশি মানুষ নিহত হয়েছেন।২০১৫ সালে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছিল অং সান সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি পার্টি। এরপর গত নভেম্বরে সাধারণ নির্বাচনে আরও বেশি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল দলটি।

Share.