সৌদিতে করোনায় আক্রান্ত ৩০ হাজার পেরুলো

0

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত ৩০ হাজার পেরিয়েছে। এরমধ্যে মঙ্গলবার একদিনে আক্রান্ত হয়েছেন দেড় হাজার। এদিন প্রাণ হারিয়েছেন ৯ জন। বুধবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ড.  তওফিক আল রাবিয়াহ এক টেলিভিশন ভাষণে দাবি করেছেন, করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর হার সৌদির চেয়ে ১০ গুণ বেশি। বেশি বেশি পরীক্ষার কারণেই সৌদি আরবে মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে। খবর সৌদি গেজেট ও আরব নিউজের।স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল আবদেল আলী জানান, মঙ্গলবার ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০০ জনে। এদিন নতুন করে আরও ১ হাজার ৫৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে মোট আক্রান্ত দাড়িয়েছে ৩০ হাজার ২৫১ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৯৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩১ জন। সুস্থ হতে কারও তিনদিন লাগছে, কারও সপ্তাহেও বেশি লাগছে।তিনি আরও জানান, করোনা আক্রান্তদের মধ্যে ৭৬ শতাংশ প্রবাসী এবং ২৪ শতাংশ সৌদি নাগরিক। ১৪ শতাংশ নারী এবং ৮৬ শতাংশ পুরুষ। আক্রান্তদের মধ্যে ২৪ হাজার ৬২০ জন চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে ১৪৩ জনের অবস্থা আশঙ্কাজনক। স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় বন্দর নগরী জেদ্দায় ৩৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে, মক্কা মুকাররমায় ৩৩৭ জন, রাজধানী রিয়াদে ২৩০ জন, দাম্মামে ১৪১ জন ও মদিনায় ২৫ জন আক্রান্ত হয়েছেন।স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে লোকজনকে সামাজিক দুরত্ব মেনে চলতে নির্দেশ দিয়েছে। বুধবার সকালে এক টেলিভিশন ভাষণে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ড. তওফিক আল রাবিয়াহ বলেন, সৌদি আরবে করোনায় মৃত্যুর হার খুবই কম। এটি মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ। এর চেয়ে বৈশ্বিক মৃত্যুর হার ১০ গুণ বেশি। তিনি বলেন, অনেক বেশি পরীক্ষা করা সম্ভব হওয়াতেই মৃত্যু ও আক্রান্তের লাগাম টানা গেছে। গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বিশ্ব মহামারিতে রূপ নিয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত  বিশ্বে প্রায় ৩৭ লাখ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ হারিয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৯৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ লাখেরও বেশি মানুষ।

Share.