ভারতে করোনা আক্রান্ত বেড়ে ৫০ হাজারের কাছাকাছি

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠার সংখ্যাটা ২৮.৭১ শতাংশ। এখন পর্যন্ত ভারতে ১৪,১৮৩ জন কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন।ভারতে করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ছুই ছুই। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে, করোনায় আক্রান্ত ৪৯,৩৯১ জন, যার মধ্যে মৃতের সংখ্যা ১৬৯৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২৯৫৮ জন এবং মৃতের সংখ্যা ১২৬ জন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সংবাদ সম্মেলন করে করোনাভাইরাসকে মোকাবেলা করতে স্পেশাল টার্স্ক ফোর্স গঠন করেছেন। এই সংবাদ সম্মেলনের প্রধান লক্ষ্য ছিলো করোনাভাইরাস মোকাবেলা করতে প্রতিষেধক আবিষ্কার, নিরাময়ের জন্য ওষুধ আবিষ্কার ও ডায়াগনস্টিক পরীক্ষা নিরিক্ষার অগ্রগতি কতটুকু সে সংক্রান্ত তথ্যকে কেন্দ্র করে। সংবাদ সম্মেলন শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয় প্রায় ৩০টি প্রতিষেধক  বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যার মধ্যে অনেকগুলো এখন ট্রায়ালে আছে।ভারতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রে। এখানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৫৫২৫ যার মধ্যে নতুন আক্রান্ত ৯৮৪ এবং মোট মৃতের সংখ্যা ৬১৭জন।দিল্লিতে নতুন ৬৪ জনসহ সর্বমোট ৫১০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত। তামিলনাড়ু রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৫০৮ জন যা নিয়ে মোট সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের মতে, কয়ামবেড়ু সবজি ও ফলের বাজার থেকে এই ভাইরাস অধিকমাত্রায় ছড়াচ্ছে।করোনাভাইরাস থেকে সেরে উঠার সংখ্যা ২৮.৭১ শতাংশ যা অনেকটা সন্তোষজনক। সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ১৪,১৮৩ জন।গত সোমবার থেকে দোকান-পাট সীমিত পরিসরে খোলার পর থেকে দোকানের বাইরে ১শ’ জন করে করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। ভারতে তৃতীয় ধাপের লকডাউন চলছে, সেখানে যেসব দোকান পাট অনেকটা ঝুঁকিমুক্ত তা খুলে দেওয়া হয়েছে। সকল ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। স্কুল,কলেজ,রেস্টুরেন্ট,সিনেমা হল,জিম বন্ধ রাখা হয়েছে। সামাজিক,ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সারা পৃথিবীতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৬,৬৩,৮৫০ জনের অধিক এবং মৃত্যুর সংখ্যা ২,৫৭,২৭৮ জনের অধিক।

Share.