৮৪০৫ কিলোমিটার পাড়ি দিয়ে ভারতে আসছে বিশ্বের দ্রুতগামী ৮ চিতা

0

ডেস্ক রিপোর্ট: আগামী নভেম্বরে ৮ হাজার ৪০৫ কিলোমিটার (৫,২২২ মাইল) পাড়ি দিয়ে ভারতে আসছে আটটি চিতা। বিশ্বের দ্রুতগামী এ প্রাণীটি ভারতে বিলুপ্ত। দক্ষিণ আফ্রিকা থেকে আসা চিতাগুলোর নতুন ঠিকানা হবে ভারতের জাতীয় চিড়িয়াখানায়।“চিতার জন্য আমাদের নিরাপদ আবাস ও সম্পদ রয়েছে। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে মাংসাশী প্রাণী স্থানান্তরের ঘটনা বিরল।” বলেন ভারতের ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউটের ডিন যাদবেন্দ্রদেব ঝালা।১৯৬৭ থেকে ১৯৬৮ সালে ভারতে সর্বশেষ চিতা দেখা গিয়েছিল। ১৯০০ সালে চিতার সংখ্যা মারাত্মকভাবে বিলুপ্ত হয়েছিল।ডা. ঝালা বলেছেন, চিতা প্রত্যাগমনে মধ্য প্রদেশ ও রাজস্থানের জাতীয় উদ্যান এবং দুটি বন্যপ্রাণী অভয়ারণ্য চিহ্নিত করা হয়েছে।দক্ষিণ আফ্রিকা থেকে যে আটটি চিতা ভারতে আসতে চলেছে তাদেরকে প্রথমে মধ্যপ্রদেশের কুনো জাতীয় পার্কে রাখা হবে।

Share.