বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরছেন লাল বাহাদুর শাস্ত্রীর ছেলে

0

ডেস্ক রিপোর্ট: ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ছেলে ও উত্তর প্রদেশের বিজেপি নেতা সুনীল আবার কংগ্রেসে ফিরছেন। মঙ্গলবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি পুরোনো দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। সুনীল কংগ্রেসেই ছিলেন। ১৯৯৮ সালে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর ২০০৯ সালে কংগ্রেসে ফিরলেও ২০১৪ সালের লোকসভা ভোটের ছয় মাস আগে নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। আনন্দবাজারের খবরে বলা হয়, সুনীলের সাক্ষাতের ছবি টুইট করে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, ‘কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে এর চেয়ে ভালো আর কী হতে পারে! কংগ্রেসের সেনানী লালবাহাদুর শাস্ত্রীর ছেলে সুনীল শাস্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এক সঙ্গে লড়ব এবং জিতব।’ প্রিয়াঙ্কা বলেন, ‘বিজেপির হাত থেকে দেশ বাঁচাতে কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সুনীলজি।’ রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সুনীল ১৯৮৮ সালে ইলাহাবাদ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন। কিন্তু উত্তেজনায় ভরা ওই ভোটে বিরোধী জোটের প্রার্থী ভি পি সিংহের কাছে তিনি হেরে যান। এদিকে কংগ্রেস সূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা ভোটে মির্জাপুর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে সুনীলকে। এই আসনের জন্য প্রাথমিকভাবে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর প্রপৌত্র ললিতেশপতির নাম বিবেচনা করেছিল কংগ্রেস। কিন্তু কিছু দিন আগে ওই নেতা তৃণমূলে যোগ দিয়েছেন।

Share.