হিন্দুরা একটি বিয়ে করে তিনটি রক্ষিতা রাখে: শওকত আলি

0

ডেস্ক রিপোর্ট: হিন্দু মুসলিম বিবাহ নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্কে জড়ালেন এআইএমআইএম (মিম) নেতা। উত্তর প্রদেশে মিমের রাজ্য সভাপতি শওকত আলির অভিযোগ বিয়ে এবং হিজাব ইস্যু নিয়ে প্রতিক্ষেত্রে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। এরজন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন শওকত আলি। উত্তরপ্রদেশের একটি ভরা জনসভায় যোগ দিয়ে শওকত আলি বলেন, ‘মুসলিমরা একাধিক বিয়ে করে ঠিকই। তবে তারা স্ত্রীদের সম্মান দিতে জানে। কিন্তু, হিন্দুরা একটি বিয়ে করে তিনটি রক্ষিতা রাখে। আমরা প্রত্যেক স্ত্রীকেই সমাজে সম্মান দিয়ে থাকি। অথচ আপনারা স্ত্রীকেও সম্মান দিতে জানেন না। রক্ষিতাদেরও সম্মান দিতে জানেন না।’ ‘আমরা শুধু স্ত্রীকে সম্মান দিই তাই নয়, আমাদের প্রত্যেক সন্তানের রেশন কার্ডও থাকে।’ ভরা জনসভায় তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে উঠেছে সমালোচনার ঝড়। এছাড়াও হিজাব বিতর্ক নিয়েও বিজেপিকে সতর্ক করেন শওকত আলি। তিনি বলেন, পোশাক পরার ক্ষেত্রে হিন্দুরা সিদ্ধান্ত নিতে পারে না। শুধুমাত্র সংবিধান এই সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এই ধরনের বিষয়গুলি সামনে এনে দেশকে দুভাগ করতে চাইছে বিজেপি। বিভিন্ন সময়ে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। আর বিজেপি যখন দুর্বল হয়ে পড়ে তখনই তারা এইগুলিকে বেশি করে তুলে ধরে বলে তিনি অভিযোগ করেন। সম্প্রতি হিজাব বিতর্ক নিয়ে মিম প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি বলেছে, মুসলিমরা মেয়েদের জোর করে হিজাব পরতে বাধ্য করে না। একই সঙ্গে দেশের অগ্রগতিতে মুসলিম মেয়েদের অবদানের কথা তুলে ধরেছিলেন ওআইসি। উল্লেখ্য, বর্তমানে হিজাব বিতর্ক নিয়ে মামলাটি চলছে সুপ্রিম কোর্টে। এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি দেশের শীর্ষ আদালত।

Share.