করোনা : শনাক্ত বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩৫৭

0

ঢাকা অফিস: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, তবে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন। এর আগে বুধবার (১৫ জুন) শনাক্ত ছিল ২৩২ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩১ জন, মোট শনাক্ত ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জন। বৃহস্পতিবার (১৬ জুন ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ১১৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ২২৩টি। অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২০০টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৫ হাজার ২০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৪৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

 

Share.