প্রথম টি-টোয়েন্টিতে নামছেন স্মিথ-ওয়ার্নাররা

0

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। সাউদাম্পটনের রোজ বোলে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট টিভি চ্যানেল সনি সিক্স।  ইংলিশদের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে করোনাকালীন বিরতি শেষ হচ্ছে অস্ট্রেলিয়ার।  টি-টোয়েন্টিতে এক নম্বর দল হলেও গেল ছয় মাস মাঠের বাইরে অজিরা। তাতে খুব একটা প্রভাব পড়বে না ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথদের মতো তারকাদের নিয়ে গড়া দলটির।  এদিকে দারুণ ছন্দে রয়েছে ইংল্যান্ড। গেল দুই মাস ধরে টানা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে ইংলিশরা। টেস্ট ও টি-টোয়েন্টি জিতে নিজেদের বেশ ঝালিয়ে নিয়েছেন তারা।  তাই র‌্যাংকিংয়ের এক ও দুই নম্বর দলের মাঠের লড়াইয়ে আগুনের উত্তাপ ছড়াবে বলার অপেক্ষা রাখে না। আগামী ছয় ও আট সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি।  ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর ম্যানচেস্টারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া।

Share.