বাংলাদেশ-আফগানিস্তান মধ্যকার প্রথম টি-টোয়েন্টি আজ

0

স্পোর্টস রিপোর্ট: ওয়ানডে সিরিজ জেতার পর আফগানিস্তানের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হচ্ছে এই দুদল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। টি-স্পোর্টস এবং গাজি টিভি চ্যানেল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ তে জেতে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২১৫ রানেই গুটিয়ে যায় সফররত আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে সপ্তম উইকেট জুটিতে আফিফ হোসেন এবং মেহেদি হাসান মিরাজের রেকর্ডগড়া জুটিতে দারুণ এক জয় পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য অনায়াসে জয় এসেছে। শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার লিটন কুমার দাসের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৩০৬ রানের বিশাল সংগ্রহ পায় রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। রান তাড়া করতে নেমে ২১৮ রানেই গুটিয়ে যায় আফগানরা। তৃতীয় ম্যাচ জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু টাইগারদের পরিকল্পনা মতো হলো শেষটা। রহমানুল্লাহ গুরবাজের অপ্রতিরোধ্য শতরানের ইনিংসের উপর ভর করে ৭ উইকেটের বড় ব্যবধান জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়ায় হাশমতউল্লাহ শহিদিরা। শেষ ম্যাচ হারলেও সিরিজে জেতার পাশাপাশি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে বাংলাদেশষ দল। সিরিজ শুরুর আগে ৮০ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলের দুই নম্বরে ছিল বাংলাদেশ। ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল ইংল্যান্ড। এখন বাংলাদেশের পয়েন্ট ১০০। এবার বাংলাদেশের টি-টোয়েন্টি মিশন। দুই ম্যাচের দুটিতেই সফরকারীদের হারাতে পারলে র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে যাবে স্বাগতিক বাংলাদেশ। আবার সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হলে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ কিংবা আফগানিস্তান কারও পরিবর্তন আসবে না। কিন্তু বাংলাদেশ ২-০ ব্যবধানে হেরে গেলে ২২৮ রেটিং নিয়ে এক ধাপ পিছিয়ে ১০ম স্থানে চলে যাবে টাইগাররা। এখন পর্যন্ত বাংলাদেশ এবং আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে মোট ৬টি। এর মধ্যে জয়ের পাল্লাটা আফগানদেরই ভারী। হাশমতউল্লাহ শহিদিরা জিতেছে মোট চারটি ম্যাচে। এর বিপরীতে রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের জয় মাত্র দুটি ম্যাচে। আবার টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও এগিয়ে সফরকারীরা। অতীত পরিসংখ্যান যাই বলুক না কেন, খেলা বাংলাদেশের মাটিতে হওয়ার কারণে এগিয়ে থাকবে টাইগাররাই। আর র‌্যাঙ্কিংয়ে কিছুটা থাকলেও ব্যাটে-বলে অথবা শক্তিমত্তার বিচারে পিছিয়ে থাকবেন না মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। তবে হুট করেই দলের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ইনজুরিতে পড়ায় কিছুটা সমস্যায় দল।

Share.