বোয়ালমারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

0

বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর)  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বোববার (০৪.১০.২০) সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ৬ – ১২ মাস বয়সের শিশুদের নীল রঙ ও ১ – ৫ বছর বয়সের শিশুদের লাল রঙের ভিটামিন-এ  ক্যাপসুল ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত খাওয়ানো হবে।  ৬ মাসের কম এবং ৫ বছরের বেশি বয়সী কোন শিশু অসুস্থ থাকলে তাকে ক্যাপসুল কাওয়ানো হবে না। ক্যাম্পেইন চলাকালে কোন শিশু বাদ পড়লে স্বাস্থ্য কর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আরএমও ডা. মোরশেদ আলম স্বাস্থ্য পরিদর্শক আবু সাইদ মিয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সৈয়দা হোসনে আরা বেগম, স্বাস্থ্য সহকারী বাবুল কাজী ও পলাশ কির্ত্তনীয়া প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা নিবাহী কর্মকর্তা ঝোটন চন্দ শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই কার্যক্রম  করেন।

Share.