মালয়েশিয়া থেকে ফিরছেন আটকে পড়া বাংলাদেশি পর্যটকরা

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের কারণে মালয়েশিয়ায় আটকা পড়া বাংলাদেশি পর্যটকদের দেশে ফিরিয়ে আনতে মালিন্দো এয়ারের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ১৩ মে ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় আসার কথা।
স্থানীয় সময় (৫ মে) মঙ্গলবার মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই চার্টার্ড ফ্লাইট পরিচালনায় বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় (CAAB অনুমোদন) ও মালয়েশিয়া সরকারের অনুমোদন, প্রত্যেক যাত্রীর স্বপক্ষে দূতাবাসের সনদ ইস্যু এবং যাতায়াতের পুলিশ ক্লিয়ারেন্সসহ যাবতীয় কার্যক্রম মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন সম্পন্ন করছে।এ বিশেষ ফ্লাইটের যাত্রীদের টিকিট ও মেডিকেলের সমন্বয়কারী হিসেবে কাজ করছেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর জলিল।


উল্লেখ্য, মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। দেশটিতে মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৮৩ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১০৬ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ হাজার ৫৬৭ জন।

Share.